শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

মু‘জিযা ও যাদুর মধ্যে পার্থক্য

বিশেষজ্ঞ আলিমদের মতে  মু‘জযা এবং যাদুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে ঃ
১.যাদুবিদ্যা শিক্ষার মাধ্যমে হাসিল করা হয়, কিন্তু মু‘জিযা শিক্ষার মাধ্যমে হাসিল করা যায় না। বরং আল্লাহ তা‘আলা যখন ইচ্ছা করেছেন তখন তিনি নবী-সাসূলগণের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
২.যাদুর মুকাবিলা করা সম্ভব। তাই এক যাদুকর অন্য যাদুকরের যাদুকে নস্যাত করে দিতে পারে । কিন্তু মু‘জিযার মুকাবিলা করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়।
৩. যাদুর কোন বাস্তবতা নেই। বরং যাদু হচ্ছে একটি দৃষ্টিবিভ্রম ও সম্মোহনজনিত বিষয়। পক্ষান্তরে মু‘জিযা কোন কৃষ্টিবিভ্রম বা কাল্পনিক বিষয় নয়। বরং মু‘জিযা হচ্ছে বাস্তব ঘটনা যা আল্লাহর কুতরতের নিদর্শন।
৪.যাদু প্রদর্শন করা হয় পার্থিব স্বার্থ চরিতার্থ করার জন্য । আর মু‘জযার বহিঃপ্রকাশ ঘটানো হয় দীনের সত্যতা প্রকাশের জন্য।
৫.যাদুকর তার ইচ্ছানুযায়ী যাদু প্রকাশ করতে পারে, কিন্তু মু‘জিযার প্রকাশ নির্ভর করে একমাত্র আল্লাহর তাআলার ইচ্ছার উপর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন