শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

মু‘জিযার তাৎপর্য

মু‘জিযা শব্দটি আরবী। এর আভিধানিক অর্থ পরাভূতকারী। আল্লামা তাফ্তাযানী (র) মু‘জিযার পারিভাষিক অর্থ এভাবে বর্ণনা করেছেন যে ঃ
“ মু‘জিযা বলা হয়, নবুওয়াত অস্বীকারকারীদের সাথে চ্যালেঞ্জ করার সময় নবুওয়াত প্রাপ্ত কোন ব্যক্তি হতে এমন অলৌকিক কাজ সংঘটিত হওয়া যার মুকাবিলা করতে অবিশ্বাসী সম্প্রদায় অক্ষম। ” 
বস্তুত মু‘জিযা প্রকাশের উদ্দেশ্য হল, নবী-রাসূলগণের দাবীর সত্যতা প্রমাণ করা এবং তাদের দাবীকে শক্তিশালী করা।
মু‘জযাকে আল রুরআনে ‘আয়াত’ ও ‘বুরহান’ বলা হয়েছে। আয়াত শব্দের অর্থ নিদর্শন বা আলামত। মু‘জিযা যেহেতু নবী-রাসূলগণের দাবীর পক্ষে নিদর্শন, তাই মু‘জিযাকে ‘আয়াত’ বলা হয়েছে। অনুরূপভাবে এসব বিষয় নবী-রাসূলগণের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়ার ব্যাপারে প্রমাণ স্বরূপ হওয়ায় এগুলোকে কুরআন মাজীদে ‘বুরহান’ অর্থাৎ প্রমাণ বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন